আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি সংস্থা প্রুফপয়েন্ট আশঙ্কা প্রকাশ করেছে, Adylkuzz-এর হামলা আরও মারাত্বক হবে
Another large-scale cyberattack under way: Experts
১৮ মে : ‘র্যানসমওয়্যার’-এর নাম তো শুনেছেন৷ যাকে নিয়ে ইতিমধ্যেই গোটা বিশ্বে ত্রাহি ত্রাহি শুরু হয়েছে৷ লন্ডন থেকে আমেরিকা কিম্বা ভারত, র্যানসমওয়্যার থাবা বসিয়েছে এ বঙ্গেও৷ কিন্তু, এখানেই শেষ নয়৷ আরও বড় ধরণের সাইবার হামলা হবে! যার নাম Adylkuzz৷আর ওই Adylkuzz-এ এবার বিশ্বের প্রতিটি দেশেই থাবা বসাতে চলেছে বলে সতর্কতা জারি করেছে প্রুফপয়েন্ট৷
আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি সংস্থা প্রুফপয়েন্ট আশঙ্কা প্রকাশ করেছে, Adylkuzz-এর হামলা আরও মারাত্বক হবে৷ওই ভাইরাস হানা দিলে কম্পিউটারের নিয়ন্ত্রণ হারিয়ে যাবে ইউজারের হাত থেকে৷ মাইক্রসফট এখনও পর্যন্ত এর প্রতিষেধক আবিষ্কার করে উঠতে পারেনি৷
আরও দেখুন : মেয়েকে সঙ্গে নিয়েই কান মাতাতে চললেন রাই
শুধু তাই নয়, ওই ভাইরাস ইনজেক্ট করে হ্যাকাররা ভার্চুয়াল কারেন্সি দাবি করে ইউজারদের কাছে৷ পাশপাশি এও জানানো হয়েছে Adylkuzz নামে ওই ভাইরাস হানা দিলে সাধারণ কম্পিউটার ইউজাররা তা বুঝতে পারবেন না৷কারণ ওই ভাইরাস হানা দিলে, কম্পিটারের স্ক্রিনে কোনও মেসেজ ফুটে উঠবে না বলে জানানো হয়েছে৷ প্রুফপয়েন্টের আধিকারিক জানিয়েছেন, Adylkuz যে কতটা ক্ষতিকর, তা এখনও বোঝা সম্ভব হয়নি৷ কিন্তু এর প্রভাব র্যানসমওয়্যার-এর দ্বিগুণ বলে আশঙ্কা করছেন তাঁরা৷
এদিকে র্যানসমওয়্যার-এর হানায় এপর্যন্ত ১৫০টি দেশের ৩ লক্ষেরও বেশি কম্পিউটার আক্রান্ত হয়েছে৷ পশ্চিমবঙ্গ-সহ ভারতেও প্রভাব পড়েছে র্যানসমওয়্যার হামলার৷ এমনই পরিস্থিতিতে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য৷ ইজরায়েলের নিরাপত্তা সংস্থা ‘ইন্টেজার ল্যাবস দাবি করেছে, র্যানসমওয়্যার-এর হামলার পিছনে হাত রয়েছে উত্তর কোরিয়ার৷

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.