পাওয়া যাবে ৪টি রঙে
এই স্মার্ট ফোনের যুগেও এখনও অনেকে যত্ন করে দেখে দিয়েছেন নোকিয়ার ফোন। অনেকে চাইছেন ফের বাজারে ফিরুক নোকিয়া। সেটাই হতে চলেছে এসপ্তাহে।( আরও পড়ুন : এই ৭ জন নাকি বাহুবলিতে কাজের প্রস্তাব প্রত্যাখান করেছিলেন)
আগামী ১৮ মে ভারতের বাজারে আসছে নোকিয়া ৩৩১০। দামও হাতের নাগালের মধ্যে। ৩,৩১০ টাকাতেই মিলবে নোকিয়া ৩৩১০। আপাতত চারটি রঙে পাওয়া যাচ্ছে নোকিয়ার এই ফোন। এগুলি হল ওয়ার্ম রেড, ইয়ালো, ইয়ালো গ্লস ও ম্যাট ফিনিস এবং ডার্ক ব্লু।
গত ফেব্রুয়ারি মাসে বারসেলোনা মোবাইল ওয়ার্ল্ড কন্ফারেন্সে এই ফোনটি বাজারে আসার কথা ঘোষণা করা হয়। তার পর থেকেই ফোনটি কবে ভারতে আসবে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল। ভারতে ফোনটির মার্কেটিং করবে এইচএমডি গ্লোবাল। আগামী ১৮ মে থেকে ফোনটি অফলাইনে পাওয়া যাবে।
নোকিয়া ৩৩১০ এ রয়েছে ২.৩ ইঞ্জি ডিসপ্লে। নেট সার্ফ করার সুবিধা। ২ মেগাপিক্সেল ক্যামেরা। ইনবিল্ট মেমোরি ছাড়াও থাকছে ৩২ ডিজি মাইক্রো এসডি কার্ড স্লটের সুবিধা। ৩.৫ এমএম জ্যাক। ৩.০ ব্লু টুথ। এফএম। আর থাকছে পুরনো স্নেক গেম।
এইচএমডি গ্লোবালের তরফে দাবি করা হয়েছে, একবার চার্জ দিলে ফোনটিতে ২২ ঘণ্টা কথা বলা যাবে। আগের থেকে ব্যাটারি ব্যাকআপ অনেকগুণ বাড়ানো হয়েছে। সংস্থার ভাইস প্রেসিডেন্ট অজয় মেহতা জানিয়েছেন, একবার চার্জ দিয়ে সারাদিন কথা বলুন, মেসেজ করুন, ছবি তুলুন, এফ এম শুনুন, গান শুনুন। ব্যাটারির সমস্যা হবে না।
নোকিয়া ৩৩১০ এ রয়েছে ২.৩ ইঞ্জি ডিসপ্লে। নেট সার্ফ করার সুবিধা। ২ মেগাপিক্সেল ক্যামেরা। ইনবিল্ট মেমোরি ছাড়াও থাকছে ৩২ ডিজি মাইক্রো এসডি কার্ড স্লটের সুবিধা। ৩.৫ এমএম জ্যাক। ৩.০ ব্লু টুথ। এফএম। আর থাকছে পুরনো স্নেক গেম।
এইচএমডি গ্লোবালের তরফে দাবি করা হয়েছে, একবার চার্জ দিলে ফোনটিতে ২২ ঘণ্টা কথা বলা যাবে। আগের থেকে ব্যাটারি ব্যাকআপ অনেকগুণ বাড়ানো হয়েছে। সংস্থার ভাইস প্রেসিডেন্ট অজয় মেহতা জানিয়েছেন, একবার চার্জ দিয়ে সারাদিন কথা বলুন, মেসেজ করুন, ছবি তুলুন, এফ এম শুনুন, গান শুনুন। ব্যাটারির সমস্যা হবে না।

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.