বিয়েতে নিমন্ত্রিতদের কাছে আজব উপহার চাইল নতুন বর
a-groom-requests-to-gift-him-old-books-as-a-wedding-gift-in-his-invitation/
রীতি-নীতি, প্রথা, ঐতিহ্য মেনেই বিবাহ সম্পন্ন হয়। আর সেখানে অতিথিরা আসেন নব দম্পতিকে আর্শীবাদ জানাতে, তবে সঙ্গে অবশ্যই উপহার তো থাকবেই। নিমন্ত্রণপত্রের তার উল্লেখ থাক আর নাই থাক, খালি হাতে বিয়েবাড়ি যাওয়া যায় নাকি!
তবে নিজের বিয়ের নিমন্ত্রণ কার্ডে অবশ্যই উপহার নিয়ে আসার কথাই আগে থাকতে জানিয়ে দিয়েছেন ছত্তিশগড়ের সিভিল ইঞ্জিনিয়ার প্রশান্ত মাহাতো। এমনকি কী আনতে হবে সেটাও জানিয়ে দিয়েছেন।(আরও পড়ুন:শহিদ পরমজিতের মেয়েকে দত্তক নিতে চান এই মুসলিম আইএএস-আইপিএস দম্পতি)
হ্যাঁ ঠিকই শুনছেন। প্রশান্ত কী উপহার আনতে বলেছেন জানেন?
বই। নতুন-পুরনো, পড়ার বই থেকে গল্পের বই – বাড়িতে যত বই রয়েছে সবই নিজের বিয়েতে নিয়ে আসার আর্জি জানিয়েছেন প্রশান্ত।এ সমস্ত বই তিনি বিলি করে দিতে চান সে সমস্ত গরিব-দুঃস্থ বাচ্চাদের, টাকার অভাবে যারা পড়ার বই জোগাড় করতে পারে না। (আরও পড়ুন: বাংলাদেশের পরিচালকের হেনস্থার শিকার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার)
নিজে কষ্ট করে পড়াশোনা করেছেন। যে অভাবের মধ্যে দিয়ে প্রশান্তকে পথ চলতে হয়েছে, তিনি চান না সেই কষ্ট অন্য কেউ ভোগ করুক। সেই কারণেই দুঃস্থ পড়ুয়াদের মধ্যে দীর্ঘদিন ধরে বই বিতরণ করে চলেছেন তিনি। ইতিমধ্যেই ৫০,০০০ হাজার বই তিনি গরিব শিশুদের দিয়েছেন। এ কাজে তাঁকে সাহায্য করেছে ৫৫০ জন স্বেচ্ছাসেবী। বিয়েতে পাওয়া বইও এভাবেই বিলিয়ে দিতে চান প্রশান্ত মাহাতো।


No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.