Pages

Sunday, 21 May 2017

ট্যাটু করে ভয়ানক অবস্থা তরুণীর, সবটা জানলে আর কখনও ট্যাটু করাবেন না

উঠে গেল গায়ের চামড়া...
শরীরের বিভিন্ন অংশে ট্যাটু করানো আজকাল ট্রেন্ড। শখ করে অনেকেই এসব করে থাকেন। তবে ভুল ভাবে ট্যাটুর পরিনতি ‌যে কী ভয়ঙ্কর হতে পারে তা পাসুদা রিও নামে এই তরুণী হাল না দেখলে বিশ্বাস করবেন না।
(আরও পড়ুন:‍’বাহুবলি-২‍’ না দেখেই তা নিয়ে শাহরুখ কী প্রতিক্রিয়া জানালেন জানেন?)
শখ ছিল গলা ও বুকের ঠিক মাঝামাঝি অংশে ট্যাটু বানাবেন। ‌যেমন ভাবা ওমনি কাজ। বানিয়েও ফেললেন । সুন্দর শরীরকে আরও খানিকটা আকর্ষণীয় করে তোলাই ছিল উদ্দেশ্য ছিল বছর ২১-এর পাসুদা রিওর।। কিন্তু কে জানত, এমন ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে!
(আরও পড়ুন:‍কার সঙ্গে এতটা ঘনিষ্ঠতা? ধরা পড়ে গেলেন রণবীর কাপুর!)
আর পাঁচজন যেভাবে লেজারের মাধ্যমে ট্যাটু করান, এই ট্যাটু ছিল তার চেয়ে খানিকটা আলাদা। এতে লেজার বা কেমিক্যালের কোনও ব্যাপার ছিল না। ছোট্ট একটি ট্যাটু বন্দুকের সাহায্যে আঁকা হয়েছিল ওই ডিজাইন। যা স্টিকারের মতো ত্বক থেকে তুলে নেওয়া যাবে। ইউরোপের বিভিন্ন দেশে এমন ট্যাটুর বেশ ভালই চল আছে।
(আরও পড়ুন:‍বাহুবলি ‘ফিভার’ চড়ছে বলিউডেও, অক্ষয়ের স্ত্রী কী করলেন বলুনতো?) 
PAY-NEWSLINK5923423_77896
তবে পাসুদা জানান, ট্যাটু করার বেশ কিছুদিন পর পাসুদার শরীরের ওই অংশটি চুলকাতে ও জ্বালা করতে শুরু করে। তারপর শুরু হয় অসম্ভব যন্ত্রণা। তাইল্যান্ড কলেজের আর্টের ছাত্রী জানান, “আমি লেজার ব্যবহার করতে চাইনি। ওটায় খরচ আর ব্যথা অনেক বেশি। তাই এই ট্যাটুই বেছে নিয়েছিলাম। কিন্তু ভীষণ ব্যথায় এই ট্যাটু আমার রাতের ঘুম উড়িয়ে দিয়েছিল। এখন ভাবি কেন এই পদ্ধতিতে ট্যাটু বানাতে গিয়েছিলাম।”
(আরও পড়ুন:‍ হৃতিক সহ এই ৭ জন নাকি বাহুবলিতে কাজের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন)
PAY-NEWSLINK5923409_77886PAY-NEWSLINK5923318_77877
এখন পাসুদার গলার নিচের সেই অংশের দিকে তাকালে শিউরে উঠতে হয়। কারণ ওই অংশ থেকে চামড়া-সহ স্টিকারটি উঠে এসেছিল। যন্ত্রণায় কাতর হয়ে পড়েছিলেন ছাত্রী।
(আরও পড়ুন: প্রভাসের সঙ্গে অভিনয় করতে চাইছেন না বলিউড অভিনেত্রীরা! জানেন কেন?)
PAY-NEWSLINK5923414_77891PAY-NEWSLINK5923322_77884
পোড়া শরীরের চামড়া শুকোলে যেমন সাদাটে হয়ে যায়, বর্তমানে সেই অংশের হাল একই। তাই নিজের বন্ধু-বান্ধবদের ট্যাটু বানানোর আগে বারবার সতর্ক করেন ওই তরুণী।

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.