Working 12 hours? Here are some new tips to stay healthy
বর্তমানে আমরা যেন ছুটছি সবাই l এ ঘরের কাজ হোক কিম্বা বাইরের l সকালে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত, সবাই যেন ছুটে চলেছি l কেউ তো আবার ঘর, অফিস দুটি সামলাচ্ছেন সবান ভাবে l কখনও কখনও তো কাজের চাপে সময়ের যেন খেয়াল থাকে না l একটানা কখনও ১০ ঘন্টা কখনও আবার ১২ ঘণ্টা কাজ করে ফেলছেন l আর তাতেই শরীরের বারোটা বাজছে আপনার l কিন্তু, আপনি বলবেন, কাজ তো করতেই হয়, তাহলে কীভাবে শরীর ভাল রাখবেন?
আজ আমরা আপনাদের সেই টিপসই দেব l যাঁরা প্রায়শই ১০, ১২ ঘণ্টা একটানা কাজ করছেন, তাঁরা কীভাবে শরীর ভাল রাখবেন l রোগ থেকে দূরে থাকবেন l
আরও দেখুন : হৃদরোগ থেকে দূরে থাকতে চান, নিয়মিত মাখন খান..
একটানা কাজ করলেও, মাঝে মধ্যে বাইরে বের হন l সূর্যের আলো গায়ে লাগান l বলবেন, এত তীব্র গরমে কিভাবে সূর্যের অআলো গায়ে লাগাবেন, তাই তো? কিন্তু, ভুলে যাবনে না, সূর্যের আলোয় ভিটামিন ডি রয়েছে l তাই, সূর্যের আলো শরীরে লাগানোর প্রয়োজনীয়তা রয়েছে l
একটানা কাজ করছেন আর মাঝে মাঝে সুখটান দিচ্ছেন? বলবেন, চাপ কমাতে ওই কাজ করছেন l কিন্তু, এখনই সব বন্ধ করুন l চাপ কমাতে ধূমপানের আশ্রয় নেবেন না l
সারাদিন কাজ করার পর, একটু হাটাহাটি করুন l বাইরে না হলেও, ঘরের মধ্যেই হাটুন l টিভি দেখছেন, তখন হাটুন l ফোনে কথা বলার সময়ও একটু হেটে নিন l কিম্বা, অকারণেই হেটে নিন l লিফ্ট নয়, সিঁড়ি ব্যবহার করুন l এতে শরীর ভাল থাকবে l
জল খান বেশি করে l স্বাস্থ্য, চুল, ত্বক ভাল রাখতে বেশি বেশি করে জল খান l শুধু তাই নয়, প্রতিদিন যদি পরিমাণমত জল খান, তাহলে ওজন কমাতেও তা সাহায্য করে l
ভাল করে ঘুমতে হবে l শরীর ভাল রাখতে গেলে, কমপক্ষে ৮ ঘণ্টা ঘুম কিন্তু জরুরি l তাই ঘুমনোর সময় ফোনে ব্যস্ত হবেন না l ল্যাপটপ, টিভি থেকে দূরে থাকুন l
শরীর সুস্থ রাখতে ফল খান বেশি করে l বিশেষ করে আপেল l পাশপাশি ফলে যেমন ভিটামিন থাকে, তেমনি মিনারেলেও তা ভরপুর থাকে l তাই সুস্থ থাকতে এবার থেকে প্রতিদিন একটি করে ফল খেতেই হবে আপনাকে l

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.