Pages

Sunday, 21 May 2017

সাইবার হানা, Ransomware হামলার নেপথ্যে উত্তর কোরিয়! চাঞ্চল্যকর তথ্য

সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই হামলার পেছনে হাত থাকতে পারে উত্তর কোরিয়ার হ্যাকারদের।
‘র‍্যানসমওয়্যার’, এই শব্দে এখন ত্রস্ত বিশ্ব। কিন্তু এই সাইবার হামলার নেপথ্যে কে? সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই হামলার পেছনে হাত থাকতে পারে উত্তর কোরিয়ার হ্যাকারদের। (আরও পড়ুনঃ বঙ্গেও Ransomware হানা, পশ্চিম মেদিনীপুরের একাধিক সাব স্টেশনে কম্পিউটার হ্যাকিং!)
সাইবার হামলায় এপর্যন্ত ১৫০টি দেশের ৩ লক্ষেরও বেশি কম্পিউটার আক্রান্ত হয়েছে৷ পশ্চিম বঙ্গ-সহ ভারতেও প্রভাব পড়েছে ‘র‍্যানসমওয়্যার’ হামলার৷ এমনই পরিস্থিতিতে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য৷
ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগলের গবেষক নীল মেহতা এমন একটি কোড পোস্ট করেছেন যা থেকে ‘ওয়ানা ক্রাই’ মালওয়্যার ও পিয়ংইয়ংয়ের ব্যবহৃত হ্যাকিং পদ্ধতির মিল খুঁজে পাওয়া যাচ্ছে৷ তাঁর বক্তব্যকে সমর্থন জানিয়েছেন বিশেষজ্ঞরা৷ রাশিয়ার কম্পিউটার সিকিউরিটি সংস্থা ‘ক্যাসপার্স্কি’ জানিয়েছে গুগল গবেষকের কোড থেকে ওই হামলার সুত্র খুঁজে বের করা যেতে পারে৷ তবে আরও গবেষণার প্রয়োজন রয়েছে৷
 Follow
 Neel Mehta @neelmehta
9c7c7149387a1c79679a87dd1ba755bc @ 0x402560, 0x40F598
ac21c8ad899727137c4b94458d7aa8d8 @ 0x10004ba0, 0x10012AA4#WannaCryptAttribution
10:32 PM - 15 May 2017
  231 231 Retweets   300 300 likes
Twitter Ads info & Privacy
ইজরায়েলের নিরাপত্তা সংস্থা ‘ইন্টেজার ল্যাবস’ও দাবি করেছে যে হামলার পিছনে হাত রয়েছে উত্তর কোরিয়ার৷বিশ্বজুড়ে ‘র‍্যানসমওয়্যার’ হামলার জন্য আমেরিকাকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ তবে রুশ প্রেসিডেন্টের অভিযোগ উড়িয়ে দিয়ে আমেরিকার ‘সাইবার অ্যান্ড হোম ল্যান্ড সিকিউরিটি অ্যাডভাইজার’ টম বসসের্ট জানিয়েছেন হামলার জন্য আমেরিকা দায়ী নয়৷

ভারতের মতো দেশে অধিকাংশ সংস্থায় পুরনো ধরনের উইন্ডোজ সিস্টেমে কাজ হয়৷ ফলে সেই ধরনের সিস্টেম হ্যাক করা হামলাকারীদের পক্ষে সহজ হয়েছে৷ তবে কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী জানিয়েছেন, ভারতে এই সাইবার হানার এখনও তেমন কোনও প্রভাব পড়েনি৷ এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই৷

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.