Pages

Sunday, 21 May 2017

বঙ্গেও Ransomware হানা,পশ্চিম মেদিনীপুরের একাধিক সাব স্টেশনে কম্পিউটার হ্যাকিং!

পশ্চিম মেদিনীপুরের দাঁতন, কেশিয়ারি সাবস্টেশনে হানা দিয়েছে হ্যাকাররা।
এবার পশ্চিমবঙ্গেই  সাইবার ক্রাইমের থাবা।পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন সাব স্টেশনে কম্পিউটার হ্যাকিংয়ের শিকার।
সংবাদ সংস্থা সূত্রে খবর, Ransomware নামে একটি সফটওয়্যারের মাধ্যমে ৭৫ হাজার কম্পিউটারের দখল নিয়েছে হ্যাকাররা ৷ চাকরির অফার, লাকি ড্রয়ের পুরস্কার, ইনভয়েস, সিকিউরিটি ওয়ার্নিং বা জরুরি তথ্যের আদলে ম্যালওয়ার পাঠিয়ে সিস্টেম হ্যাক করেছে হ্যাকাররা ৷
শুধু তাই নয়, হ্যাকাররা সিস্টেম খোলার জন্য ৩০০ থেকে ৬০০ মার্কিন ডলার মুক্তিপণ দাবি করেছে ৷ আক্রান্ত কম্পিউটারের স্ক্রিনেই মুক্তিপণের অঙ্ক জানিয়েছে হ্যাকাররা ৷ মুক্তিপণের পুরো অঙ্ক ডিজিট্যাল মুদ্রা বিটকনের মাধ্যমে দিতে বলা হয়েছে ৷
এযাবৎকালের অন্যতম বড় সাইবার অ্যাটাকে আক্রান্ত বিশ্ব ৷ শুক্রবার রাতে একসঙ্গে ভারত-সহ সারাবিশ্বের ১০০ দেশে সাইবার হানা চালিয়েছে একদল হ্যাকার ৷ থাবা পড়েছে পশ্চিমবঙ্গেও।
পশ্চিম মেদিনীপুরের দাঁতন, কেশিয়ারি সাবস্টেশনে হানা দিয়েছে হ্যাকাররা। অফিস সূত্রে জানা যাচ্ছে, দু’তিনদিন ধরে তাদের কম্পিউটারগুলোতে মেসেজ আসছিল। তাতে তারা গুরুত্ব দেননি। কিন্তু আজ ইন্টারনেটে যুক্ত কম্পিউটারগুলো আর খুলছে না। হ্যাকাররা সমস্ত নথি তাদের নিজের আয়ত্তে নিয়েছে। ফলে সমস্যায় পড়েছে বিদ্যুৎ দপ্তর। মুক্তিপণ দাবি করেছে। বিষয়টি বিদ্যুৎ দফতরে জানানো হয়েছে।
View image on TwitterView image on Twitter
 Follow
 ANI ✔ @ANI_news
West Midnapur: Computers at WB State Electricity Distribution Company at four locations suspected to be hit by #WannaCry Ransomware attack
2:36 PM - 15 May 2017 · New Delhi, India
  46 46 Retweets   32 32 likes
Twitter Ads info & Privacy

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, টাকা নেওয়ার জন্য ক্রিপটোকারেন্সি (ইন্টারনেটে পেমেন্ট নেওয়ার জন্য এক ধরনের মুদ্রা) ‘বিটকয়েন’ ব্যবহার করা হচ্ছে। যাতে কে বা কারা এর পিছনে রয়েছে তা বোঝা না যায়। সবটাই ঘটছে ইমেলের মাধ্যমে। অজানা কোনও সূত্র থেকে ইমেল আসছে। তাতে থাকছে লোভনীয় প্রস্তাব।
সংবাদ সংস্থা সূত্রে খবর, ইউএস জাতীয় সুরক্ষা এজেন্সির তৈরি হ্যাকিং প্রযুক্তি চুরি করে তাকেই হাতিয়ার করে এই হামলা চালানো হয়েছে ৷ ক্যাসপারেস্কির হিসেবে, ৯৯ টি দেশে ৪৫ হাজার কম্পিউটারে সাইবার হামলা হয়েছে ৷ তার মধ্যে ভারত ছাড়াও রয়েছে  চিন, স্পেন, ইতালির মতো দেশের গুরুত্বপূর্ণ সিস্টেম ৷ কিল সুইচের মাধ্যমে মোকাবিলা করা ‌যাবে বলে দাবি করছেন চিনা বিশেষজ্ঞরা।

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.