দেখুন কীভাবে বানাবেন...
চুল পড়া সমস্যায় ভুগছেন? অবশ্য, এই সমস্যা নেই এমন মানুষের সংখ্যা খুব কম। অনেকের আবার চুল পড়া যেন নিত্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কারো কারো তো চুল পড়তে পড়তে একপ্রকার টাকই হয়ে গেছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে আমরা কত কিছুই না ব্যবহার করে থাকি।
(আরও পড়ুন:এবার পরীক্ষার আগে ‘টিপস’ও দিচ্ছেন বাহুবলী, দেবসেনা!দেখুন)
অনেকেই ঝরে পড়া চুল নতুন করে গজানোর আশায় বিভিন্ন কোম্পানির পণ্য বা ওষুধ ব্যবহার করেন। চুল না থাকা সত্ত্বেও মাথার পরিপূর্ণ সৌন্দর্য ধরে রাখতে কেউ কেউ নকল চুলও ব্যবহার করেন।তবে এটা হয়ত অনেকেরই জানা নেই, খুব সহজ ঘরোয়া পদ্ধতিতেই চুল পড়া ঠেকানো যায়।
(আরও পড়ুন: শাহরুখ-হৃতিক ফের ‘কাছাকাছি’ আসুন, চাইছেন সুজান-গৌরী)
কীভাবে জানেন?
পেয়ারা পাতা দিয়ে। এই পাতা চুল পড়া আটকাতে ও গজাতে ভীষণ কার্যকরি বলে জানাচ্ছে খোদ গবেষকরাই।
(আরও পড়ুন: ’বাহুবলি’ প্রভাসের জন্য দেওয়া হল বিয়ের বিজ্ঞাপন,কেমন পাত্রী চাইছে জানেন)
গবেষকদের দাবি, পেয়ারা পাতা নিয়মিত ব্যবহারের ফলে মাথার চুলের ঝরে পড়া রোধ হয় এবং চুলের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে। পেয়ারা পাতায় রয়েছে প্রচুর ভিটামিন বি, যা স্বাস্থ্যকর চুলের জন্য খুবই উপকারী।
(আরও পড়ুন: ‘সচিন: এ বিলিয়ন ড্রিমস’ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে স্বয়ং ’ক্রিকেট ঈশ্বর’)
তাদের আরো দাবি, পেয়ারা পাতা অবশ্যই মাথার চুল ঝরে পড়া রোধ করবে। সেই সঙ্গে নতুন চুল গজাতে সাহায্য করবে। এটি চুলের সংযুক্তিস্থল অর্থাৎ গ্রন্থিকোষ ও শিখড়কে অনেক শক্ত করে।
(আরও পড়ুন: প্রাক্তন স্ত্রীকে কাছে পেতে কত কোটি খসছে হৃতিকের পকেট থেকে!)
ব্যবহারের বিধিমালা
কয়েকটি পেয়ারা পাতা পরিষ্কার জলে নিয়ে উনুনে বসান
ভালো করে পাতাগুলি ২০ মিনিট সিদ্ধ করুন
দেখুন পেয়ারা পাতার মিশ্রণটি লালচে হয়ে এসেছে। এবার সেটাকে নামিয়ে ঠাণ্ডা হতে রেখে দিন।
এবার সেই ঠাণ্ডা হয়ে যাওয়া মিশ্রণটি কোনও একটি বোতলে ঢেলে রাখুন। সময় মত, সেটাকে হেয়ার টনিকের মত মাথার চুলের গোড়ায় নিয়মিত লাগান।মিশ্রণটি বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন।
রাতে শুতে যাওয়ার আগে এটা দিয়ে ম্যাসাজ করতে পারেন। এরপর সকালে উঠলে তা ধুয়ে ফেলুন।





No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.